প্রকাশিত: Fri, Jun 16, 2023 8:52 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:43 AM

ঘূর্ণিঝড় বিপর্যয়ে ভারতে নিহত ২, আহত ২২

সাজ্জাদুল ইসলাম: আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় অনেকটা দুর্বল হয়ে বৃহস্পতিবর রাতে ভারত ও পাকিস্তানের উপকূলের স্থলভাগে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের থেকে রক্ষার পাওয়ার জন্য উভয় দেশের এক লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। গুজরাটের রাজ্য সরকার ৯৪ হাজার লোককে এবং পাকিস্তান কর্তৃপক্ষ ৮২ হাজার লোককে উপকূলের নিম্নাঞ্চল থেকে সরিয়ে নেয়। সূত্র: এনডিটিভি

গুজরাটের কুচ্ছ জেলার ভবনগরসহ বিভিন্নস্থানে ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত হয়। সেখানে ২ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। বিপর্যয় তার চলার পথে ধ্বংসের চিহ্ন রেখে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়েছে। স্থলে আঘাত হানার কয়েক ঘন্টা পর রাতেই ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে পড়ে। 

গুজরাটের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে ৫২৪টিরও বেশি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এর ফলে প্রায় ৯৪০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

গুজরাটের ভবনগরে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা থেকে গরুবাছুর বাঁচাতে গিয়ে বাবা রামজি প্রামার (৫৫)   ও তার ছেলে রাকেশ প্রামার (২২) মারা গেছেন। বন্যার পানিতে তাদের মরদেহ কিছু দূর ভেসে যায়। একজন কর্মকর্তা জানান, বন্যায় ২২টি ছাগল ও ভেড়া মারা গেছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের ঝাখাউ বন্দরের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে বিপর্যয়। তখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এরপর উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রাত আড়াইটার দিকে দুর্বল হয়ে পড়ে বিপর্যয়। 

এর আগে বলা হয়েছিল যে, বিপর্যয় বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশ অতিক্রম করবে। এ প্রদেশে দেশটির বৃহত্তম নগরী করাচি অবস্থিত। সম্পাদনা: ইমরুল শাহেদ